
নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ জেলা সদরে বেশ কয়েটি বানিজ্যিক প্রতিষ্ঠানের মিটার চুরির হিড়িকে প্রতিষ্ঠানের উৎপাদন ব্যাহত হচ্ছে। জানাযায় ১৬ অক্টোবর শেষ রাতে এসব চুরি হয়েছে। এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানায় ভুক্তভোগীরা ১৭ অক্টোবর অভিযোগ করেছে। লতিবাবাদ এলাকার নরসুন্দা রাইস মিলের স্বাত্বাধিকারি রফিকুল ইসলাম (১৬০০৩৭৩৫), সাদুল্লারচর নোমান ব্রিক্সস স্বাত্বাধিকারি মোঃ ইসহাক ভূইয়াঁ (মিটার নং-১৪০৮২১৪৪৬), রশিদাবাদ সিএনজি পাম্পের স্বাত্বাধিকারি মোঃ তোফাজ্জল হোসেন বাচ্চু (মিটার নং-২২৪৪৭৩৫৯)। পল্লী বিদ্যুৎ সমিতির এসব মিটার চুরি হওয়ায় বৈদ্যুতিক সমাস্যা জনিত কারনে উৎপান ব্যাহত হচ্ছে, পাশা-পাশি দৈনিক মজুরীর ভিত্তিতে নিয়োজিত কর্মচারীরা কাজ করতে না পারায় পরিবার পরিজন নিয়ে অনাহারে-অর্ধহারে দিনাতিপাত করছে। এ দিকে নরসুন্দা রাইছ মিলের স্বাত্বাধিকারি রফিকুল ইসলামকে মোবাইল ফোনে (০১৯৪০-৯৭৫১৯২ নান্বারে) মিটার ফেরৎ দেওয়ার শর্তে ৮ হাজার টাকা দাবী করেছে বলে তিনি আমাদের প্রতিনিধিকে জানিছেন। কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার কথা হলে তিনি বলেন চুরির বিষয়ে আমি জেনেছি, এ বিষয়ে জেলা প্রশাসকেরর কনভেনশন মিটিংএ আলোচনা করছি ও পুলিশ সুপারের সাথে কথা হয়েছে।