প্রিন্ট এর তারিখঃ মে ২২, ২০২৫, ৬:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২৩, ২:১১ পি.এম
কিশোরগঞ্জে বানিজ্যিক প্রতিষ্ঠানের বৈদ্যুতিক মিটার চুরির হিড়িক
নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ জেলা সদরে বেশ কয়েটি বানিজ্যিক প্রতিষ্ঠানের মিটার চুরির হিড়িকে প্রতিষ্ঠানের উৎপাদন ব্যাহত হচ্ছে। জানাযায় ১৬ অক্টোবর শেষ রাতে এসব চুরি হয়েছে। এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানায় ভুক্তভোগীরা ১৭ অক্টোবর অভিযোগ করেছে। লতিবাবাদ এলাকার নরসুন্দা রাইস মিলের স্বাত্বাধিকারি রফিকুল ইসলাম (১৬০০৩৭৩৫), সাদুল্লারচর নোমান ব্রিক্সস স্বাত্বাধিকারি মোঃ ইসহাক ভূইয়াঁ (মিটার নং-১৪০৮২১৪৪৬), রশিদাবাদ সিএনজি পাম্পের স্বাত্বাধিকারি মোঃ তোফাজ্জল হোসেন বাচ্চু (মিটার নং-২২৪৪৭৩৫৯)। পল্লী বিদ্যুৎ সমিতির এসব মিটার চুরি হওয়ায় বৈদ্যুতিক সমাস্যা জনিত কারনে উৎপান ব্যাহত হচ্ছে, পাশা-পাশি দৈনিক মজুরীর ভিত্তিতে নিয়োজিত কর্মচারীরা কাজ করতে না পারায় পরিবার পরিজন নিয়ে অনাহারে-অর্ধহারে দিনাতিপাত করছে। এ দিকে নরসুন্দা রাইছ মিলের স্বাত্বাধিকারি রফিকুল ইসলামকে মোবাইল ফোনে (০১৯৪০-৯৭৫১৯২ নান্বারে) মিটার ফেরৎ দেওয়ার শর্তে ৮ হাজার টাকা দাবী করেছে বলে তিনি আমাদের প্রতিনিধিকে জানিছেন। কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার কথা হলে তিনি বলেন চুরির বিষয়ে আমি জেনেছি, এ বিষয়ে জেলা প্রশাসকেরর কনভেনশন মিটিংএ আলোচনা করছি ও পুলিশ সুপারের সাথে কথা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আজিজুল হক ফাহিম, বার্তা সম্পাদক : মোঃ সাইদুর রহমান
সম্পাদকীয় কার্যালয় : কাটাবাড়িয়া মোড়, কিশোরগঞ্জ। মোবাইল নাম্বার : 01716-132929,
Email: anusandhanibarta@gmail.com
অনুসন্ধানী বার্তা: কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত