এস,এম নাদিরুজ্জামান আজমল।
কিশোরগঞ্জ (অষ্টগ্রাম)প্রতিনিধি।
শারদীয় দুর্গাপূজা ২০২৪ উপলক্ষে অষ্টগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ (২৬সেপ্টেম্বর) বৃহস্পতিবার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোছাঃ দিলশাদ জাহানের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন ক্যাম্প কমান্ডার বাংলাদেশ সেনাবাহিনী অষ্টগ্রাম উপজেলা,মোঃ শফিকুল ইসলাম অফিসার ইনচার্জ অষ্টগ্রাম থানা, আনসার ভিডিপি ও ফায়ার সার্ভিসের সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ জনপ্রতিনিধি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের আয়োজকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁর সূচনা বক্তব্যে এবছর পূজা উদযাপনের সরকারি প্রতিপালনীয় বিষয়গুলো সম্পর্কে অবহিত করেন। বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার তাঁর বক্তব্যে স্থানীয় সম্প্রতি বজায় রাখার পাশাপাশি কোনো ধরনের গুজবে কান দিয়ে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না করার জন্য সবাইকে আহ্বান জানান। যেকোনো পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনগনকে সাথে নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
সভায় অংশগ্রহণকারী সকলে শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে পালন করতে বিভিন্ন দিক-নির্দেশনা ও মতামত ব্যক্ত করেন। অংশগ্রহণকারী সনাতন ধর্মালম্বীরা অষ্টগ্রামের সামগ্রিক ধর্মীয় ও আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে তাদের সন্তুষ্টি প্রকাশ করেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এবছর অষ্টগ্রামে সর্বমোট ৪৬টি পূজা মণ্ডপে দুর্গোৎসব উদযাপিত হবে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,অষ্টগ্রাম উপজেলা -র প্রতিনিধিরা প্রস্তুতিমূলক সভায় অংশগ্রহণ করেন ও তাঁদের বক্তব্যে পূজা উদযাপনে সকল ধরনের সহায়তার আশ্বাস ব্যক্ত করেন।