1. info@www.anusandhanibarta.com : অনুসন্ধানী বার্তা : MD AZIZUL HAQ FAHIM
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১১:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
লতিবাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুলড্রেস বিতরণ অষ্টগ্রামে জলমহালের দখল নিয়ে বিএনপির দু-পক্ষের সংঘর্ষ, ছাত্রদলের সাবেক সভাপতি সহ আহত ৫ যেভাবে তৈরি করবেন কোরআনের প্রতি ভালোবাসা! আমরা ও একদিন মরে যাবো! কালের নতুন সংবাদ এর সম্পাদক খায়রুল ইসলাম এ-র জন্ম দিন পালন জিলক্বদ মাসের ফজিলত ও ইবাদত তাড়াইলে পৃর্ব শক্রতার জেরে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ  সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের আস্থাভাজন পরিচালক ডা: হেলিশের পাঠার বলি কিশোরগঞ্জবাসী “সরকারি নিয়মে অনলাইনে টেন্ডার পদ্ধতি থাকলেও তা এড়িয়ে চলে নিজ স্বার্থে” কালের নতুন সংবাদ এ-র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নান্দাইলে ইন্নী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

বিজ্ঞাপন দিন

পরীক্ষামূলক সম্প্রচার

নিখোঁজ কিশোরের লাশ হাত-পা বাঁধা অবস্থায় মিঠামইনের সিংগা ঘাটস্থ ঝিনুক নদী হতে উদ্ধার

অনুসন্ধানী বার্তা ডেস্ক:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ২৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

ইটনা থানা এলাকা হতে নিখোঁজ কিশোরের লাশ হাত-পা বাঁধা অবস্থায় মিঠামইনের সিংগা ঘাটস্থ ঝিনুক নদী হতে উদ্ধার, সন্দিগ্ধ আসামি গ্রেফতার; হত্যাকান্ডের সাথে জড়িত ছিল মর্মে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান।

অভিযোগকারী জয়নাল আবেদীন (৪৭), পিতা-মঞ্জুর আলী, মাতা-মেহের বানু, সাং-গজারিয়াকান্দা উত্তরপাড়া, থানা-ইটনা, জেলা-কিশোরগঞ্জ এর ছোট ছেলে ভিকটিম ফায়েম মিয়া ওরফে বকুল (১৪) গত ২১/০৪/২০২৪ খ্রি: তারিখ বিকাল অনুমান ০৩:০০ ঘটিকার সময় অভিযোগকারীর মেজো ছেলে পায়েল এর লাল রং এর এপাসি আরটিআর ১৬০ সিসি মোটর সাইকেলযোগে আমিরগঞ্জ বাজার হতে বেড়ানোর উদ্দেশ্যে বের হয়ে যায়।পরবর্তীতে ২৩/০৪/২০২৪ খ্রিঃ পর্যন্ত বাড়িতে বাড়িতে না আসায় অভিযোগকারী ইটনা থানায় সাধারণ ডায়রী নং জিডি নং-৮৬৪, তারিখ- ২৩/০৪/২০২৪ দায়ের করেন। গত ২৪/০৪/২০২৪ খ্রি: বেলা ১১:২০ ঘটিকায় জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে মিঠামইন থানা পুলিশ সংবাদ পায় যে, মিঠামইন থানাধীন সিংগা গ্রামের ঝিনুক নদীতে একটি লাশ পাওয়া গিয়াছে। সংবাদ প্রাপ্তির পর মিঠামইন থানা পুলিশ ঝিনুক নদীতে গিয়ে হাত-পা বাধা অবস্থায় ভিকটিম এর লাশ উদ্ধার করেন এবং ইটনার থানায় বিষয়টি অবহিত করে (ইটনা থানা হতে পূর্বে বার্তার মাধ্যমে জিডি’র বিষয়টি অবহিত করা ছিল)। ইটনা থানা পুলিশ উক্ত জিডির সংবাদদাতা জয়নাল আবেদীনকে লাশ প্রাপ্তি বিষয়টি অবহিত করলে জয়নাল আবেদীন এর মেজো ছেয়ে পায়েল আত্মীয় স্বজনসহ লাশ প্রাপ্তির স্থানে উপস্থিত হয়ে লাশের পরিচয় সনাক্ত করে। পরবর্তীতে ভিকটিমের বাবার নিকট বিস্তারিত ঘটনা শুনে মিঠামইন থানায় একটি হত্যা মামলা রুজু করে ঘটনায় জড়িত সন্দিদ্ধ হিসেবে আসামি ১। মোঃ সাব্বির মিয়া (১৯), পিতা- ফিরোজ মিয়া , সাং-গজারিয়াকান্দা উত্তরপাড়া, থানা- ইটনা, জেলা- কিশোরগঞ্জকে ইটনা থানা পুলিশের সহায়তায় গ্রেফতার করে অদ্য ২৫/০৪/২০২৪ খ্রি: বিজ্ঞ আদালতে সোপর্দ করেন। আসামি মো: সাব্বির বিজ্ঞ আদালতে ফৌ. কা. বি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির মাধ্যমে ভিকটিমকে হত্যা করে লাশ পানিতে ভাসিয়ে দেয়ার বিষয়টি স্বীকার করে। প্রাথমিক তদন্তে জানা যায় যে, ভিকটিম আজমীরিগঞ্জ থানাধীন ছুলুরি মডেল স্কুল এর ৬ষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত ছিল।ভিকটিম ফায়েম মিয়ার সাথে উল্লিখিত গ্রেফতারকৃত আসামী ও পলাতক আসামী ২। তৌফিকুল ওরফে তুহুকুল (২২), পিতা- মৃত সফর আলী, উভয় সাং- গজারিয়াকান্দা উত্তরপাড়া, থানা- ইটনা, জেলা- কিশোরগঞ্জসহ অজ্ঞাতনামা আরো ২/৩ জনের সহিত বন্ধুর মতো প্রায় সময়ই চলাফেরা করতো। গত ২১/০৪/২০২৪ খ্রি: তারিখ বিকাল অনুমান ০৩:০০ ঘটিকার সময় অভিযোগকারীর মেজো ছেলে পায়েল এর লাল রং এর এপাসি আরটিআর ১৬০ সিসি মোটর সাইকেলযোগে ভিকটিম,গ্রেফতারকৃত সাব্বির মিয়া ও পলাতক আসামি তৌফিকুল ওরফে তুহুকুল ইটনার আমিরগঞ্জ বাজার হতে বেড়ানোর উদ্দেশ্যে বের হয়ে যায়। বন্ধু বান্ধবদের মধ্যে কোন কলহ বা অন্তর্দ্বন্দ্বের কারণে সু-পরিকল্পিভাবে ধৃত আসামি সহযোগী আসামিরদের সহায়তায় ভিকটিমকে হত্যা করে মোটর সাইকেলটি নিয়া যায় মর্মে বাদী এজাহারে উল্লেখ করেন। ভিকটিম এর পিতার অভিযোগের প্রেক্ষিতে মিঠামইন থানার মামলা নং ০৭, তারিখ ২৫/০৪/২০২৪ খ্রি:, ধারা-৩০২/২০১/৩৭৯/৩৪ পেনাল কোড রুজু করা হয়। মামলাটি মিঠামইন থানার এসআই মোহাম্মদ আনোয়ার হোসেন তদন্ত করছেন। তদন্তকারি কর্মকর্তা ভিকটিম এর সাথে থাকা মোটর সাইকেলটি গ্রেফতারকৃত আসামি মো. সাব্বির মিয়ার দেওয়া তথ্য অনুযায়ী হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ থানা এলাকা হতে উদ্ধার করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

অনুসন্ধানী বার্তা: কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং