গত ১৬ ডিসেম্বর ২৩ খ্রিষ্টীয়, মহান বিজয় দিবস। এক অবিস্মরণীয় বীরত্বগাথা গৌরবময় দিন। জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করার দিনছিল গত ১৬ ডিসেম্বর । স্বাধীন বাংলাদেশের ৫২ বছর পেরিয়ে ৫৩ তে পদার্পণের দিন ১৬ ডিসেম্বর। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূখণ্ডের দেশ হিসেবে জানান দেয়ার দিন ১৬ ডিসেম্বর। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মাধ্যমে পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ বঞ্চনার অবসান ঘটিয়ে মুক্তিকামী মানুষ ১৯৭১ সালের এই দিনে অর্জন করেছিল বিজয়। গণতন্ত্রের চেতনা স্বাধীনতা অর্জনের মাধ্যমে পূর্ণতা পেয়েছিল আজকের এই দিনে। অগণিত মানুষের আত্মত্যাগ আর সীমাহীন কষ্টের প্রহর কেটে নতুন সূর্যোদয় ঘটেছিল ১৯৭১ সালের এই দিনে। জাতীয়ভাবে নানা কর্মসূচির মাধ্যমে বিজয়ের এই দিনটি উদযাপন করা হয়েছে। জাতি আজ গভীর শ্রদ্ধা আর ভালোবাসার সাথে স্মরণ করবে সেই সব শহীদকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বপ্নের স্বাধীনতা। স্মরণ করবে সেইসব বীর সেনানীকে যারা শোষণ বঞ্চনার অবসান ঘটিয়ে অনাগত ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে প্রাণের মায়া ত্যাগ করে লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন। যেসব নর-নারীর সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সম্মান জতা যোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য রাষ্ট্রীয়ভাবে সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে।
গত ১৬ ডিসেম্বর ২০২৩ শনিবার সকাল ৮ ঘটিকার সময় গুরুদয়াল সরকারী কলেজ শহীদ স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কিশোরগঞ্জ জেলার সভাপতি মোঃ খায়রুল ইসলাম ভূইয়া, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, মর্নিং গ্লোরি জেলা প্রতিনিধি মোঃ ফাইজুল হক গোলাপ, ওয়েপ এর নির্বাহী পরিচালক মিজানুর রহমান রিপন, আজকের দর্পণ জেলা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান খান লিপন, হাওর ভিশনের নির্বাহী পরিচালক এ জেড আল মুজাহিদ, কিশোর পল্লী উন্নয়ন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও বাংলাদেশ জাতির পিতা পরিষদের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি সৈয়দ শাহজাহান, উপস্থিত ছিলেন আরডিও’র নির্বাহী পরিচালক ও এডাব কার্যকরী সদস্য রুবিনা আক্তার, উইডু’র সমন্বয়কারী ও এডাব কার্যকরী সদস্য খায়রুল ইসলাম, সাথী’র নির্বাহী পরিচালক ওয়েপ’র পরিচালক মোঃ তারা মিয়া, দৈনিক একুশের সংবাদ জেলা প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম বিটিএন বাংলা সম্পাদক ও দৈনিক একুশের বাণী স্টাফ রিপোর্টার ও বিএমইউজের সাংস্কৃতিক সম্পাদক আসাউজ্জামান জুয়েল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কিশোরগঞ্জ জেলা শাখার সম্পাদক সোহেলরানা, দৈনিক একুশের বাণী কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ আজিজুল হক ফাহিম, সংবাদ চিত্রের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মাহফুজুল হক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মেডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।