নিজেস্ব প্রতিবেদকঃ
কিশোরগঞ্জ ডিবি পুলিশ জেলার কটিয়াদী উপজেলা হতে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গত ২৪ অক্টোবর মঙ্গলবার বিকালে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই ফারুক আহমেদের নেতৃত্বে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় কটিয়াদী থানাধীন দুর্গাপুর এলাকায় সবল মিয়ার মুদির দোকানের সামনে গচিহাটা টু মানিখালীগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে উপজেলার দুর্গাপুর গ্রামের কেনু ওরফে কেলু মিয়া পুত্র মোঃ লাইছ ওরফে লইছ উদ্দিন-৪৫ কে গ্রেপ্তার করে। এ সময় আসামিদের হেফাজত থাকা ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক সামগ্রী জব্দ তালিকামূলে জব্দ করে থানা হেফাজতে রাখা হয়। এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে কটিয়াদী থানার অফিসার ইনচার্জ এস এম শাহাদত হোসেন দৈনিক শতাব্দীর কন্ঠ প্রতিনিধিকে নিশ্চিত করেছেন।