নিজস্ব প্রতিবেদক :
কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার সাররং এলাকায় পৃর্ব শক্রতার জেরে হত্যা করার চেষ্টায় অভিযোগ মামলা দায়ের করা হয়েছে তাড়াইল থানা।
থানায় দায়েরকৃত অভিযোগে জানাযায়, গত ৭ এপ্রিল ২০২৫ সকাল সারে ১১টার দিকে সাররং গ্রামের উমেদ আলীর ছেলে জুয়েল, ফাইজুল ইলিয়াসের ছেলে আবুসায়েম,সুরুজ,মোতাহার,নাইম,খুরশিদের ছেলে বাবল, কাঞ্চান গংরা আরও ৫/৬ জনকে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে ইয়াসিনকে আঘাত করে মারাত্মক রক্তাক্ত জখম করে।
ইয়াসিনের আত্বীয়রা খবর পেয়ে এলাকার লোকজনকে নিয়ে ইয়াসিন ওরফে বাবুকে উদ্ধার করে প্রথমে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন রোগীর অবস্থা উন্নতি না হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ঘটনা তাড়াইল থানা সন্জু মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেন যাহার নং- ০৩ তারিখ ৭/৪/২০২৫ মামলায় দায়ের হলেও গত ২৫ দিনে তাড়াইল থানা পুলিশ এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।
মামলার দায়িত্বে থাকা এস আই লুৎফুর রহমান বলেন, আসামি ধরার প্রক্রিয়া চলমান রয়েছে।
তাড়াইল থানা অফিসার ইনচার্জ সাব্বির আহমেদ বলেন,আসামি ধরার চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আজিজুল হক ফাহিম, বার্তা সম্পাদক : মোঃ সাইদুর রহমান
সম্পাদকীয় কার্যালয় : কাটাবাড়িয়া মোড়, কিশোরগঞ্জ। মোবাইল নাম্বার : 01716-132929,
Email: anusandhanibarta@gmail.com
অনুসন্ধানী বার্তা: কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত