অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের দেওঘর ইউনিয়নে গত রাতে মহিষ চুরির সময় গণপিটুনিতে নিহতের ঘটনা ঘটেছে।
নিহত ব্যাক্তিরা হলেন (১) মোঃ শাহজাহান (৪০) পিতা চারু মিয়া, গ্রামঃ চাতলপাড়, নাসিরনগর, ব্রাক্ষনবাড়িয়া এবং (২) নাসির মিয়া, পিতা হিরা মিয়া, গ্রামঃ কাগজী , অষ্টগ্রাম, কিশোরগঞ্জ। এবিষয়ে জানতে চাইলে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন এ প্রতিনিধি কে জানান, তারা ২জনই চুরি মামলার চিহ্নিত আসামি ছিল। গত রাত আনুমানিক ৩টার দিকে দেওঘর ১ নং ওয়ার্ড এর শেখের বাড়ির পিছনে তাদের আটক করে স্থানীয়রা। তারপর তাদেরকে ধরে দেওঘর খা হাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আটক করার সময় গনপিটুনিতে নিহত হয়। পরে অষ্টগ্রাম থানা পুলিশ খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। প্রয়োজনীয় আইনি কাজ চলমান আছে। তাদের মরদেহ মর্গে পাঠানোর ব্যাবস্থা পক্রিয়াধীন আছে বলে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আজিজুল হক ফাহিম, বার্তা সম্পাদক : মোঃ সাইদুর রহমান
সম্পাদকীয় কার্যালয় : কাটাবাড়িয়া মোড়, কিশোরগঞ্জ। মোবাইল নাম্বার : 01716-132929,
Email: anusandhanibarta@gmail.com
অনুসন্ধানী বার্তা: কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত