অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি,
অগ্নিকাণ্ডের ঘটনায় বিচলিত না হয়ে কিভাবে আগুন নেভানো যায় সে বিষয়ে প্রত্যক্ষ ও অগ্নি নির্বাপক মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি। এই প্রতিপাদ্য নিয়ে
আজ রোববার সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে অষ্টগ্রাম উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সামনে মহড়া প্রদর্শিত হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ দিলশাদ জাহানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অষ্টগ্রাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মজনু মিয়া, জনসাস্থ্য অধিদপ্তর কর্মকর্তা মোঃ মনির হোসাইন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ নাফিস, অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, অষ্টগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশনের অতিরিক্ত দায়িত্বে থাকা ইনচার্জ, বিভিন্ন এনজিও কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ আরো অনেকে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আজিজুল হক ফাহিম, বার্তা সম্পাদক : মোঃ সাইদুর রহমান
সম্পাদকীয় কার্যালয় : কাটাবাড়িয়া মোড়, কিশোরগঞ্জ। মোবাইল নাম্বার : 01716-132929,
Email: anusandhanibarta@gmail.com
অনুসন্ধানী বার্তা: কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত