মোঃ মিজানুর রহমান রিপন :
গত ০৭ অক্টোবর ২০২৪ সোমবার এডাব কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে পপি পার্ট ট্রেনিং সেন্টারে রিসোর্স মবিলাইজেশন ওয়ার্কসপ সম্পন্ন হয়েছে। উক্ত ওয়ার্কসপে রিসোর্স পার্সন ছিলেন এডাব রিসোর্স পুল ট্রেইনার কাউছার আলম কনক ও মেহনাজ পারভীন মালা। এডাব কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ ইবাদুর রহমান বাদলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান রিপনের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রাসেল। এছাড়াও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসারের প্রশাসনিক কর্মকর্তা মোঃ সালাতুর রহমান। ওয়ার্কসপে ম্যাবস্'র নির্বাহী পরিচালক আলী হোসেন, পিডিএস'র নির্বাহী পরিচালক মোঃ তাজুল ইসলাম, উপলদ্ধি'র নির্বাহী পরিচালক মোঃ শরীফ উদ্দিন, অন্তর সমাজ প্রগতি সংস্থার মোহাম্মদ শফিউল হক, উইডু'র সমন্বয়কারী খায়রুল ইসলাম, আরডিও'র প্রতিনিধি মোঃ সোহেল রানা, ডিএসও'র প্রতিনিধি মোঃ আজিজুল হক ফাহিম, দৈনন্দিন চিত্রের সম্পাদক সাইফুল্লাহ সাইফ, ওয়েপ'র প্রতিনিধি মোঃ তারা মিয়া, এফএইচপি'র সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম, সাথী'র নির্বাহী প্রধান মোঃ খায়রুল ইসলাম ভূইয়া, হাওর ভিশনের এ জেড আল মুজাহিদ, ক্লগ'র নির্বাহী পরিচালক এম এ লায়েছ, Rac-BD'র প্রোগ্রাম ম্যানেজার মোঃ আব্দুস সোবহান, দুর্বার মহিলা সংস্থার নির্বাহী পরিচালক হাসিনা হায়দার চামেলী, জাগ্রত নারী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক মাছুমা আক্তার, চেতনা পরিবেশ ও মানব উন্নয়ন সংস্থার সভাপতি মোহাম্মদ মুছা, ব্র্যাসের নির্বাহী পরিচালক সুমিত সাহা ও বাজিতপুর রুরাল এডভান্সমেন্ট সোসাইটির প্রতিনিধি একান্ত চন্দ্র দাস অংশগ্রহণ করেন। সার্বিক দায়িত্বে ছিলেন এডাব সিলেট বিভাগীয় সমন্বয়কারী মু বাবুল আখতার।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আজিজুল হক ফাহিম, বার্তা সম্পাদক : মোঃ সাইদুর রহমান
সম্পাদকীয় কার্যালয় : কাটাবাড়িয়া মোড়, কিশোরগঞ্জ। মোবাইল নাম্বার : 01716-132929,
Email: anusandhanibarta@gmail.com
অনুসন্ধানী বার্তা: কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত