স্টাফ রিপোর্টার হুমায়ূন রশির জুয়েল :
কিশোরগঞ্জের তাড়াইলে বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘শিক্ষকের কণ্ঠস্বর-শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে ধারণ করে শনিবার (৫ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালি বের হয়ে সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।
এতে লক্ষ্য করা গেছে,
উপজেলা পর্যায়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া'র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ, তৌফিকুর রহমান।
এছাড়া অংশগ্রহণ করেন, উপজেলার বিভিন্ন পর্যায়ের, স্কুল, মাদরাসা ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ তৌফিকুর রহমান তাঁর বক্তব্যে বলেন, ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী এ দিবসটি পালন করা হচ্ছে। ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ এ দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আজিজুল হক ফাহিম, বার্তা সম্পাদক : মোঃ সাইদুর রহমান
সম্পাদকীয় কার্যালয় : কাটাবাড়িয়া মোড়, কিশোরগঞ্জ। মোবাইল নাম্বার : 01716-132929,
Email: anusandhanibarta@gmail.com
অনুসন্ধানী বার্তা: কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত