এস,এম,নাদিরুজ্জামান আজমল,
অষ্টগ্রাম প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের অষ্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর আরিফার নামে মিথ্যা অপপ্রচারের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, অষ্টগ্রাম উপজেলার ১নং দেওঘর ইউনিয়নের আলীনগরের মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ মুক্তার আলীর বিরুদ্ধে ২নং কাস্তুল ইউনিয়নের শান্তিনগর এলাকার ছফুর উদ্দিনের ছেলে মোঃ দেলোয়ার হোসেন অষ্টগ্রাম উপজেলার দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর আরিফার কাছে একটি অভিযোগ দায়ের করেন। যাতে উল্লেখ করা হয় প্রায় ১০ বছর আগে ভাই ভাই ব্রিকসের ব্যাবসার জন্য মুক্তার আলী, দেলোয়ারের কাছ থেকে ২ লক্ষ টাকা মুনাফা দেওয়ার বিনিময়ে নেন।
উক্ত টাকা ১০ বছর ধরে না দেওয়ার কারণে টাকা ফেরত পাবার জন্য মেজর আরিফার দারস্ত হন।
মেজর আরিফা বিষয়টি দেওঘর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মোঃ মহিউদ্দিন কে মিমাংসা করার জন্য অবগত করলে মেম্বার মহিউদ্দিন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ দু-পক্ষ কে নিয়ে ৫০ হাজার করে ৪ কিস্তিতে টাকা ফেরত দেওয়ার রায় দিলে মুক্তার আলী সেই রায় না মেনে উশৃংখল হয়ে শালিস থেকে চলে যান। পরে মেম্বার মহিউদ্দিন এবং বাদী পক্ষ দেলোয়ার হোসেন মেজর আরিফা কে বিষয়টি অবগত করলে মেজর আরিফা সেনা-সদস্যদের নিয়ে মুক্তার আলীর বাড়িতে যান। এসময় মুক্তার আলী দৌড়ে পালিয়ে গেলে সেনাবাহিনীর সদস্যরা তার ঘর তল্লাশি করে কিছু ব্ল্যাংক স্ট্যাম্প, মুক্তার আলীর জাতীয় পরিচয়পত্র জব্দ করে স্থানীয় মেম্বার মহিউদ্দিন এর কাছে জমা দিয়ে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে দু-পক্ষের উপস্তিতির মাধ্যমে মিমাংসা করার কথা বলে আসেন।
পরবর্তীতে মুক্তার আলী বিভিন্ন মহলের কাছে
মেজর আরিফার নামে তার ঘর লুটপাট সহ বিভিন্ন কথা বলে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে দেওঘর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার মোঃ মহিউদ্দিন এ প্রতিনিধি কে উক্ত ঘটনার সত্যতা শিকার করে বলেন, আমি প্রথম থেকেই এ ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত ছিলাম। মেজর আরিফা স্যার বিষয়টি মিমাংসা করার জন্য আমি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে অনেক চেষ্টা করেন। পরবর্তীতে মুক্তার আলীর বাড়িতে ও যান বিষয়টি মিমাংসা করার জন্য। তখন মুক্তার আলী পালিয়ে গেলে মেজর আরিফা স্যার উনার ঘর থেকে কিছু ব্ল্যাংক স্ট্যাম্প এবং ভোটার আইডি কার্ড জব্দ করে আমার কাছে জমা দিয়ে বিষয়টি মিমাংসা করার জন্য অনুরোধ করে গেছেন।
এবিষয়ে জানতে মুক্তার আলীর ফোন নাম্বারে একাধিক ফোন দিলে ও তিনি ফোন রিসিভ করেননি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আজিজুল হক ফাহিম, বার্তা সম্পাদক : মোঃ সাইদুর রহমান
সম্পাদকীয় কার্যালয় : কাটাবাড়িয়া মোড়, কিশোরগঞ্জ। মোবাইল নাম্বার : 01716-132929,
Email: anusandhanibarta@gmail.com
অনুসন্ধানী বার্তা: কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত