এস,এম,নাদিরুজ্জামান আজমল,
কিশোরগঞ্জ অষ্টগ্রাম প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত উপজেলা অষ্টগ্রামে সেনাবাহিনী ও অষ্টগ্রাম থানা পুলিশের যৌথ অভিযানে ইয়াবা সহ ৮ মাদক ডিলারকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৩-আগষ্ট) রাতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল টিম ও অষ্টগ্রাম থানা পুলিশ উপজেলার কয়েকজন বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে নিয়ে এই অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃতরা হলেন, সদর ইউনিয়নের খান ঠাকুর দিঘীর পাড়ের মৃত মোঃ জমির উদ্দিনের ছেলে মোঃ হাবিব মিয়া ও তার স্ত্রী আখি আক্তার, মোঃ নেছারালীর ছেলে মোঃ ইমন মিয়া, ঝাড়ু মিয়ার মেয়ে মাফিয়া বেগম, বাগের হাটির মৃত সিদ্দিক মিয়ার স্ত্রী নুরজাহান বেগম, কলা পাড়ার মৃত ইদ্রিস আলীর ছেলে মোঃ আনাছ আলী, পুর্ব অষ্টগ্রাম শেখের হাটির মোঃ রঙ্গু মিয়া ও তার স্ত্রী চিরু বেগম।
মামলার এজহারে বলা হয়, আসামীদের আটক করার সময় মোট ১২১ পিছ ইয়াবা, নগদ এক লক্ষ উনআশি হাজার পাচশত বিশ টাকা সহ ৭টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে কোর্টে প্রেরণ করা হয়েছে।