এম, এ কাশেম,
বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :
উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের ভালুকিয়া গ্রামের অধিবাসী, স্থানীয় ওয়ার্ড এর সাবেক মেম্বার, সাবেক তুখোড় ছাত্র নেতা, করেরহাট বাজারের সর্ব শ্রেণী ও পেশার মানুষের কাছে অত্যাধিক পরিচিত কাঠ ব্যবসায়ি, করেরহাট বাজারে অবস্থিত 'তায়েবিন ফার্নিচার মাঠ' এর স্বত্তাধিকারী, ফেনী উপত্যকা কাঠ ব্যবসায়ী বহুমুখী সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন যাবত দুরারোগ্য ব্যাধি 'ক্যান্সার' এ আক্রান্ত হয়ে বিছানা সঙ্গী ছিলেন। ঢাকা ও চট্টগ্রাম এর বড় বড় ডাক্তার দেখিয়ে ঔষধ সেবন করেছিলেন।শেষোতক তিনি ভারতের চেন্নাই তে গিয়ে চিকিৎসা করিয়ে এসেছিলেন। কিন্তু, কোনো কিছুতেই তিনি মৃত্যু কে ঠেকিয়ে রাখতে পারেননি। তার ইন্তেকালে নিজ পরিবার-পরিজন, গ্রাম্য এলাকার লোকজন এবং কাঠ সমিতির সকল সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। আজ (১৫ জুলাই) বাদ-আছর করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আজিজুল হক ফাহিম, বার্তা সম্পাদক : মোঃ সাইদুর রহমান
সম্পাদকীয় কার্যালয় : কাটাবাড়িয়া মোড়, কিশোরগঞ্জ। মোবাইল নাম্বার : 01716-132929,
Email: anusandhanibarta@gmail.com
অনুসন্ধানী বার্তা: কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত