এস,এম,নাদিরুজ্জামান আজমল।
কিশোরগঞ্জে হাওর অধ্যুষিত অঞ্চল অষ্টগ্রাম,মিঠামঈন,ইটনা অলওয়েদার সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ইত্যাদি আক্তার (০৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি অষ্টগ্রাম উপজেলার সদর ইউনিয়নের খান ঠাকুর দিঘীর পাড় এলাকায়।
শুক্রবার (১২ জুলাই) বিকেল ০৬ টা ৪৫ মিনিটে অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের অষ্টগ্রাম জিরো পয়েন্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। উক্ত ঘটনায় মোটরসাইকেল চালক মোঃ মোস্তফা ভৈরব উপজেলার চন্ডিবের এলাকার মোঃ আবু তাহের মিয়ার ছেলে। চালক এবং তার বন্ধু বর্তমানে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
বিষয়টি নিশ্চিত করেন, অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি জানান, অষ্টগ্রাম জিরো পয়েন্ট এলাকায় এই ঘটনার খবর পেয়ে অষ্টগ্রাম থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে হাওরের পানি থেকে ফায়ার সার্ভিসের মাধ্যমে মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। চালক ও তার বন্ধু আহত হয়ে চিকিৎসাধীন আছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আজিজুল হক ফাহিম, বার্তা সম্পাদক : মোঃ সাইদুর রহমান
সম্পাদকীয় কার্যালয় : কাটাবাড়িয়া মোড়, কিশোরগঞ্জ। মোবাইল নাম্বার : 01716-132929,
Email: anusandhanibarta@gmail.com
অনুসন্ধানী বার্তা: কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত