জোবায়ের হোসেন খান, তাড়াইল (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের তাড়াইলে এডিবি'র রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ করেছে এলাকাবাসী। তাড়াইল উপজেলার উত্তর সেকান্দর নগর গ্রামের সিকদার পাড়া রোডে সিসি ঢালাই এর রাস্তা প্রাক্কলন অনুযায়ী কাজ না করার অভিযোগ উঠেছে।
সরজমিনে গিয়ে দেখা যায় যে, রাস্তায় ফাটল, রাস্তা ডেবে গেছে, এভাবে বেশ কয়েক জায়গায় রাস্তা ভেংগে গিয়েছে। তাছাড়াও রাস্তার বেশ কিছু জায়গায় ইটের সলিং না দিয়ে ঢালাই দেওয়া হয়। সিমেন্ট প্রাক্কলন অনুযায়ী না দেওয়ায় বৃষ্টির পানিতে রাস্তার বালু, সিমেন্ট, ইটের চুরকি ভেসে যায়। রাস্তার ঢালাইয়ের পুরুত্ব প্রাক্কলনের চেয়ে অনেক কম। এ সময় স্থানীয় লোকজন অভিযোগ করেন ঠিকাদার দেলোয়ার হোসেন ফুল মিয়ার সাথে এ বিষয়ে অভিযোগ করলে তিনি হুমকি ধমকি দেন।
এ সময় প্রতিবেদক বিষয়টি ফেইসবুকে লাইভ করেন। এ লাইভ তার জীবনে কাল হয়ে দাঁড়ায়।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঠিকাদার দেলোয়ার হোসেন ফুল মিয়া তাড়াইল বাজারের গোরস্থান মার্কেটে আটক করে ফিল্মি স্টাইলে ধরে নিয়ে যায়। রাত ৮.০০ টা হইতে ১০.০০ টা পর্যন্ত মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারে আটক রাখে। এ সময় প্রতিবেদক এর নিকট হইতে ৩০০ টাকার স্ট্যাম্প ও সাদা কাগজে জোর পূর্বক সই রাখেন। এ সময় প্রতিবেদককে দেলোয়ার হোসেন ফুল মিয়া, রাসেল, ইমন সহ ৮/১০ জন বেধড়ক মারধর করেন ও প্রাণ নাশের হুমকি দেন। রাত ১০.০০ টায় প্রতিবেদক তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। বর্তমানে প্রতিবেদক তার নিজ বাড়িতে চিকিৎসাধীন আছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আজিজুল হক ফাহিম, বার্তা সম্পাদক : মোঃ সাইদুর রহমান
সম্পাদকীয় কার্যালয় : কাটাবাড়িয়া মোড়, কিশোরগঞ্জ। মোবাইল নাম্বার : 01716-132929,
Email: anusandhanibarta@gmail.com
অনুসন্ধানী বার্তা: কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত