সরকার আদম আলী ভাই। নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি। নির্ভীক সাংবাদিক হিসেবে নরসিংদী জেলাসহ অন্যান্য জেলাতেও তিনি ব্যাপক পরিচিত ছিলেন। অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে তাঁর কলম ছিল তরবারীর মত। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে এবং সম্ভাবনার কথা তুলে ধরতে নিউজ ও ফিচার লিখতেন। লেখক, কলামিস্ট, তুখোর বক্তা, সংগীত শিল্পী হিসেবেও তিনি অনন্য ছিলেন। সাংবাদিকতা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি দৈনিক ইনকিলাব পত্রিকায় কাজ করেছেন। তাছাড়াও বৈশাখী টিভি ও দৈনিক গ্রামীণ দর্পণ সহ বিভিন্ন গণমাধ্যমে তাঁর নিউজ ও ফিচার প্রচারিত হয়েছে। জীবনের শেষ সময়ে তিনি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হন। অসুস্থ অবস্থায়ও তিনি লেখালেখি করেছেন। প্রয়াত এই গুনীজনের আত্মার মাগফিরাত কামনা করি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আজিজুল হক ফাহিম, বার্তা সম্পাদক : মোঃ সাইদুর রহমান
সম্পাদকীয় কার্যালয় : কাটাবাড়িয়া মোড়, কিশোরগঞ্জ। মোবাইল নাম্বার : 01716-132929,
Email: anusandhanibarta@gmail.com
অনুসন্ধানী বার্তা: কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত