নিজস্ব প্রতিবেদকঃ
১৭/০২/২০২৪ খ্রিঃ তারিখ রাত্র ২১.৩০ ঘটিকার সময় এসআই/জামিল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ পাকুন্দিয়া থানাধীন কোদালিয়া সাকিনস্থ মেসার্স জামান ফিলিং স্টেশন এর সামনে পাকা রাস্তা হতে পাকুন্দিয়া থানা, কিশোরগঞ্জ মডেল থানাসহ বিভিন্ন থানায় ০৫ (পাঁচ) মামলার আসামী পেশাদার অপরাধী রাসেল মিয়া (২৫), পিতা- রেনু মিয়া, সাং- চর লক্ষীয়া, থানা- পাকুন্দিয়া, জেলা- কিশোরগঞ্জকে চোরাই পালসার মোটর সাইকেলসহ গ্রেফতার করা হয়। আসামীকে প্রয়োজনীয় পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। চোরাই মোটরসাইকেল উদ্ধারের ঘটনায় পাকুন্দিয়া থানার এফআইআর নং-১২, তারিখ- ১৮ ফেব্রুয়ারি, ২০২৪; ধারা- 413. The Penal Code, 1860 রুজু হয়েছে । ধৃত রাসেল পেশাদার মোটরসাইকেল চোর এবং নানা অপরাধের সাথে জড়িত৷