নিজস্ব প্রতিবেদকঃ
২৪/০১/২০২৩ খ্রিঃ তারিখ সকাল ০৭.৩০ ঘটিকার সময় এসআই জামিল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পাকুন্দিয়া থানাধীন চন্ডিপাশা বড় আজলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হতে পাকুন্দিয়া থানা সহ দেশের বিভিন্ন থানায় ২১(একুশ) টি মামলার আসামী ও ০২(দুই) টি গ্রেফতারী পরোয়ানাভূক্ত এবং চোরাই মোটর সাইকেল উদ্ধার সহ মোঃ লিটন ওরফে রিটন (৩৩), পিতা- মোঃ মুর্শিদ উদ্দিন, স্থায়ী : গ্রাম- চালিয়াগোপ (কাতারের বাজার) , উপজেলা/থানা- পাকুন্দিয়া, জেলা -কিশোরগঞ্জকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। মোটরসাইকেল চুরির ঘটনায় পাকুন্দিয়া থানার এফআইআর নং-১৪, তারিখ- ২৪ জানুয়ারি, ২০২৪; ধারা- 379 The Penal Code, 1860 রুজু করা হয়েছে। চুরির ঘটনায় বর্ণিত আসামির হেফাজত থেকে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার হয়েছে ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আজিজুল হক ফাহিম, বার্তা সম্পাদক : মোঃ সাইদুর রহমান
সম্পাদকীয় কার্যালয় : কাটাবাড়িয়া মোড়, কিশোরগঞ্জ। মোবাইল নাম্বার : 01716-132929,
Email: anusandhanibarta@gmail.com
অনুসন্ধানী বার্তা: কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত