নিজস্ব প্রতিবেদকঃ
কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই (নিঃ)/ফারুক আহম্মেদ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ১৯/০১/২০২৪ খ্রি: ২১.১৫ ঘটিকায় কিশোরগঞ্জ সদর থানাধীন বানিয়াকান্দী সাকিনস্থ আল-হেরা ডায়াগনস্টিক সেণ্টারের সামনে কিশোরগঞ্জ হতে যশোদলগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামি ১। মো: দানিশ ভূইয়া (৫৬), পিতা-মৃত তাহের উদ্দিন, সাং-পাটধা কুড়ের পাড়, বর্তমানে পূর্বতারাপাশা (জনৈক লিটু মিয়ার বাড়ীর ভাড়াটিয়া) ২। জোৎনা বেগম (৩৫), স্বামী জাবেদ মিয়া, সাং-তারাপাশা, উভয় থানা-কিশোরগঞ্জ সদর, জেলা-কিশোরগঞ্জকে গ্রেফতার করে এবং আসামিদের হেফাজতে থাকা সর্বমোট ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট নামক মাদকদ্রব্য উদ্ধার করে ১৯/০১/২০২৪ খি: ২১.৩০ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়। এ ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে । আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।