কিশোরগঞ্জ সদরে ব্যাটারি চালিত অটোরিক্সা (মিশুক) ছিনতাই এর ঘটনায় ০৫ জন গ্রেফতার, ছিনতাইকৃত অটো রিক্সা, ভিকটিমের মোবাইল ফোন, আসামিদের ব্যবহৃত মোটরসাইকেল ও চেতনানাশক ঔষক উদ্ধার ।
ভিকটিম মোঃ মামুন মিয়া (২২), পিতা- মোঃ রিয়াজ উদ্দীন, সাং- কাজিরগাও (চৌদ্দশত), থানা- সদর, জেলা- কিশোরগঞ্জ তার ব্যাটারি চালিত অটোরিক্সা নিয়ে গত ১৪/১২/২০২৩ খ্রিঃ তারিখ সন্ধ্যা অনুমান ১৯.০০ ঘটিকার সময় কিশোরগঞ্জ সদরের চৌদ্দশত বাজার হতে ধৃত আসামী মো: শিপন মিয়া ও মো: জাহাঙ্গীর আলম সঙ্গীয় অজ্ঞাত অপর একজনসহ মোট ০৩জনকে নিয়ে কিশোরগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের দিকে রওয়ানা হয়। এ সময় তাদের মোটর সাইকেল যোগে অপর অজ্ঞাত একজন আসামী পর্যবেক্ষণ করতে থাকে । পথিমধ্যে আসামীগন অটোচালক মোঃ মামুন মিয়াকে চেতনানাশক ঔষধ কৌশলে খাইয়ে কিশোরগঞ্জ সদর থানাধীন লতিবাবাদ ইউনিয়নস্থ মায়াকানন পার্কের বিপরীত পার্শ্বে জনতা বাজারগামী পাকা রাস্তার পাশে মাসুমের বাড়ির সামনে ফেলে রেখে ব্যাটারি চালিত অটোরিক্সা, ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ ১৫০০/- টাকা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায় । বিষয়টি ঘটনাস্থলের পাশে থাকা সিসি টিভিতে রেকর্ড হয়। সিসি টিভির ভিডিও ফুটেজ পুলিশ সুপার, কিশোরগঞ্জ প্রাপ্তির পর তাৎক্ষনিক পুলিশ সুপারসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সুপারের নির্দেশে, অফিসার-ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, কিশোরগঞ্জ এর নেতৃত্বে ডিবির একটি চৌকস দল ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করে । তদন্তকালে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত ঘটনার সাথে জড়িত ১। মো: শিপন মিয়া (২৫), পিতা-মৃত আব্দুল ছাত্তার, সাং-বরুনাকান্দা, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহকে তার এলাকা হতে ১৭/১২/২০২৩ খ্রিঃ গ্রেফতার করে এবং আসামির হেফাজত হতে ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করে। এ ঘটনায় ভিকটিম এর ভিকটিম এর পিতার অভিযোগের প্রেক্ষিত্রে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানার মামলা নং-২৪, তারিখ ১৭-১২-২০২৩ খ্রি: ধারা- ৩৯৪ পেনাল কোড রুজু করা হয় । মামলাটি জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কিশোরগঞ্জ এর সাব-ইন্সপেক্টর মাহমুদুল হাসান মারুফ তদন্ত করছেন। তদন্তকারীক কর্মকর্তা ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আসামি ২। মো: জাহাঙ্গীর আলম (২৫), পিতা-মো: রতন মিয়া, সাং-বোরগাও, থানা-তাড়াইল, জেলা-কিশোরগঞ্জ। ৩। মো: সিরাজুল ইসলাম (৪২), পিতা-আব্দুল মুসলিম উদ্দিন, সাং-মাইজহাটি, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহ। ৪। মো: অংকুর মিয়া @ রিপন (২৮), পিতা-মৃত নুরুল ইসলাম, সাং-কিসমত রসুলপুর, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহ ৫। মো: শাহীন খান (৩২), পিতা-মৃত ফিরোজ খান, সাং-মোরাগালা, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহকে ১৯-১২-২০২৩ খ্রি: তাদের নিজ নিজ এলাকা হতে গ্রেফতার করেন। ছিনতাইকৃত অটোরিক্সাটি আসামী মো: সিরাজুল ইসলাম এর হেফাজত হতে উদ্ধার করেন এবং অন্য একটি অটোরিক্সা আসামী মো: অংকুর মিয়ার নিকট হতে উদ্ধার করে হেফাজতে নেন। আসামীদের ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়। ভিকটিমকে প্রয়োগকৃত চেতনানাশক ঔষধের দুইটি ড্রপ আসামি মো: জাহাঙ্গীর আলম এর নিকট হতে উদ্ধার করা হয়। অটো রিক্সার ছিনতাই চক্রের মালামাল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকায় আসামী মো: শাহীন খানকে গ্রেফতার করা হয়। ঘটনার সাথে জড়িত অন্যান্যদের পরিচয় সনাক্ত সাপেক্ষে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। ধৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আজিজুল হক ফাহিম, বার্তা সম্পাদক : মোঃ সাইদুর রহমান
সম্পাদকীয় কার্যালয় : কাটাবাড়িয়া মোড়, কিশোরগঞ্জ। মোবাইল নাম্বার : 01716-132929,
Email: anusandhanibarta@gmail.com
অনুসন্ধানী বার্তা: কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত