স্টাফ রিপোর্টঃ
কিশোরগঞ্জের মহিনন্দ ইউনিয়নের ভাস্করখিলা হিন্দু পাড়া এলাকায় রিপা’র স্বামীর বাড়িতে রহস্যজনক মৃত্যু।
জানা গেছে, কিশোরগঞ্জ জেলা সদর উপজেলার মহীনন্দা ইউনিয়নের ভাস্করখিলা হিন্দু পাড়া তনয় ধরের স্ত্রী রিপা (২০)কে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে রাখার অভিযোগ করেছে নিহতের পরিবারের লোকজন।আত্মহত্যা নাকি পরিকল্পিত মার্ডার এই নিয়ে এলাকার জনমনে চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে।
নিহত রিপার শাশুড়ী দিপালী বলেন, আমি বাড়িতে ছিলাম না আত্মীয়র বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম ছেলে ও বউ বাড়িতে ছিল। এ দিকে রিপা ফাঁসে ঝুলে আত্মহত্যার খবর পেয়ে শুশুর সন্জিত ও শাশুড়ী নান্দাইল থেকে বাড়িতে আসলেও রাত ৯ টা পর্যন্ত স্বামী তনয় বাড়িতে ফিরেনি।
তনয়ের মোবাইল ফোন ০১৬২০৭৯১৭৭৫ নাম্বারে এ প্রতিনিধির সাথে কথা হলে তিনি বলেন রিপা মারা গেছে শুনেছি আমি হোসেনপুরে মার্কেটের কাজে আছি। চলে আসলে টাকা পাব না। ঘটনাটি নিয়ে স্হানীয় মেম্বার বলেন, আমরা শুনে ঘটনাস্থলে এসেছি সবাই এসেছে স্বামী তনয়কে খবর দেয়া হয়েছে এখনো আসেনি। পারিবারিক সূত্রে জানা যায় রিপার ১০ মাস বয়সের একটি কন্যা সন্তান রয়েছে।
কিশোরগঞ্জ মডেল থানার পুলিশের দল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে নিয়ে গেছে।
কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, আমি বাহিরে লাশ উদ্ধার করা হয়েছে।
আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।