মোঃ আজিজুল হক ফাহিমঃ
"ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান" এই পতিপাদ্য নিয়ে কিশোরঞ্জে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ১২ ডিসেম্বর-২০২৩, সাংবাদিক অবহিতকরণ সভা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১০ ডিসেম্বর) ২০২৩ বিকাল ০৩.০০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন’র আয়োজনে সিভিল সার্জন মিলনায়তন হল রুমে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক’র নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন, আগমী ১২ ডিসেম্বর ২০২৩ ইং দিন ব্যাপী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের একটি অগ্রাধিকার কর্মসূচি স্বাস্থ্য বিধি মেনে সফল ভাবে কার্যক্রম পরিচালিত হবে। বাংলাদেশে ভিটামিন 'এ' এর অভাবজনিত রোগ প্রতিরোধে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান সকলের সার্বিক সহযোগিতায় সফল ভাবে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় আগামী ১২ ডিসেম্বর ২০২৩ ইং নির্ধারিত ইপিআই টিকাদান কেন্দ্র সমূহে ভিটাগিন 'এ'এর অভাবজনিত রোগ প্রতিরোধে ৬-১১ মাসের সকল শিশুকে (১লাখ আই হউ) ১টি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে এবং ১২-৫৯ মাসের সকল শিশুকে (২লাখ আই ইউ) ১টি লাল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে। তাছাড়া কিশোরগঞ্জ জেলায় ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, নিকলী ও বাজিতপুর উপজেলা দুর্গম এলাকা হওয়ায় ক্যাম্পেইন পরবর্তী ৪(চার) দিন ১৩, ১৪, ১৭ ও ১৮ ডিসেম্বর, ২০২৩ইং চাইল্ড টু চাইন্ড সার্চিং কার্যক্রম পরিচালিত হবে। কিশোরগঞ্জ জেলায় জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন সফলভাবে সম্পাদনের নিমিত্তে গৃহীত বাবতীয় কার্যক্রম ও অন্যান্য তথ্যাদি নিম্নে প্রদত্ত হলো। সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ সাইফুল ইসলাম। এসময় সিভিল সার্জন ডাঃ সাইফুল ইসলাম স্বাস্থ্য সেবা সম্পর্কে বিভিন্ন সচেতনতা মুলক স্বাস্থ্য সম্পর্কিত বক্তব্য রাখেন। এবং জেলার জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন ১২ ডিসেম্বর /২০২৩ ইং পালনের নিমিত্তে সার্বিক তথ্যাদি তুলে ধরেন তার মধ্যে কিশোরগঞ্জ জেলার মোট আয়তন ২৬৮৯ বর্গ কিলোমিটার, মোট জনসংখ্যা ৩৪,১২,৬৩৪ জন। (ইপিআই মাইক্রোপ্ল্যান), মোট উপজেলার সংখ্যা ১৩টি, মোট পৌরসভা ০৩টি, মোট ইউনিয়নের সংখ্যা ১১১, মোট ওয়ার্ডের সংখ্যা (পুরাতন)(৩৩৩+২৭)৩৬০টি, অস্থায়ী টিকাদান কেন্দ্রের সংখ্যা ২,৮৮০টি, স্থায়ী টিকাদান কেন্দ্রের সংখ্যা ১৭টি, অতিরিক্ত টিকাদান কেন্দ্রের সংখ্যা ১৩টি, ৬-১১ মাসের শিশুর সংখ্যা ৫৮,১৮০জন, ১২-৫৯ মাসের শিশুর সংখ্যা ৪,৪৪,৫২৮জন, প্রাপ্ত ভিটামিন এ ক্যাপসুলের সংখ্যা (২লাখ (IU) ৪,৫৮,০০০টি , প্রাপ্ত ভিটামিন এ ক্যাপসুলের পরিমান (১লাখ (IU) ৬২,০০০টি, সর্বমোট টিকাদান কেন্দ্রের সংখ্যা ২,৯১০টি। স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের সমন্বয়ে মাঠ পর্যায়ে জনবলের সংখ্যাঃ-১,২০৭ জন। কেন্দ্র পরিচালনার জন্য কিশোরগঞ্জ জেলায় জনবলের প্রয়োজনঃ ২,৯১০×২=৫,৮২০ জন। স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের সমন্বয়ে ১ম সারির তত্ত্বাবধায়ক জনবলের সংখ্য= ৩৭৮ জন। জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ১২ ডিসেম্বর ২০২৩ ইং সফলভাবে উদযাপনের জন্য যাবতীয় কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এ বিশাল কার্যক্রমকে সফলভাবে উদযাপনের নিমিত্তে স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগ সমন্বয়ে কিশোরগঞ্জ জেলায় ২য় সংখ্যক জনবল দিয়ে এ বিশাল কার্যক্রম পরিচালনা করা মোটেও সম্ভব নয়। তাই শিক্ষক, ছাত্র-ছাত্রী, আনসার-ভিডিপি সদস্য, টিকাদান কেন্দ্রের বাড়ির সদস্য, স্কাউট, রেডক্রিসেন্ট কর্মী, গার্লস গাইড, এনজিও কর্মীসহ বিভিন্ন বিভাগের প্রায় ৪ ৬১৩ অন স্বেচছাসেবকদের ওরিয়েন্টশন সম্পন্ত করা হয়েছে। এমতাবস্থায় জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ১২ ডিসেম্বর ২০২৩ ইং সফলভাবে উদযাপনের নিমিত্তে সকল জনগনের প্রতি সার্বিক সহযোগিতা একান্ত ভাবে কামনা করছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আজিজুল হক ফাহিম, বার্তা সম্পাদক : মোঃ সাইদুর রহমান
সম্পাদকীয় কার্যালয় : কাটাবাড়িয়া মোড়, কিশোরগঞ্জ। মোবাইল নাম্বার : 01716-132929,
Email: anusandhanibarta@gmail.com
অনুসন্ধানী বার্তা: কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত