তাড়াইল প্রতিনিধি:
সারাদেশের ন্যায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি তাড়াইল, কিশোরগঞ্জ এর আয়োজনে ও উপজেলা প্রশাসন, তাড়াইল, কিশোরগঞ্জ এর বাস্তবায়নে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৩ "দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়" শীর্ষক আলোচনা সভা
তাড়াইল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি
বীর মুক্তিযোদ্ধা মাওঃ নূর উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার এর সঞ্চালনায়
এ " দুর্নীতি দমন প্রতিরোধে করণীয় " শীর্ষক মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তাড়াইল উপজেলা ভূমি অফিস কর্মকর্তা মাশতুরা আমিনা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম আবু মোতালেব,
আরও উপস্থিত ছিলেন , তাড়াইল সাচাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাঈম দাদ খান নওশাদ, উপজেলা মসজিদের খতিব মাওলানা হাফেজ ফরিদ উদ্দিন, সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক আবুল কালাম সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, এস টিভির বাংলা ও ভোরের আকাশ পত্রিকার জেলা প্রতিনিধি হুমায়ুন রশিদ জুয়েল, দেশের খবর24.com এর জেলা প্রতিনিধি মো. আনোয়ার হোসাইন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আল মামুন বলেন, দুর্নীতি প্রতিরোধ করতে হলে আমরা যে যে কর্মস্থলে আছি তা সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে, তবেই দুর্নীতি অনেকাংশে হ্রাস পাবে। তিনি আরও বলেন, দেশ ও জাতির উন্নয়নে, সকল স্তরের মানুষকে দুর্নীতিমুক্ত থাকতে হবে তবে দেশ ও জাতির উন্নতি হবে এবং একটি স্মার্ট বাংলাদেশ গড়ারর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আজিজুল হক ফাহিম, বার্তা সম্পাদক : মোঃ সাইদুর রহমান
সম্পাদকীয় কার্যালয় : কাটাবাড়িয়া মোড়, কিশোরগঞ্জ। মোবাইল নাম্বার : 01716-132929,
Email: anusandhanibarta@gmail.com
অনুসন্ধানী বার্তা: কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত