স্টাফ রিপোর্টার।
"এক ডোজ এইচপিভি টিকা নিন- জরায়ু মুখ ক্যান্সার রুখে দিন" এই প্রতিপাদ্য নিয়ে কিশোরগঞ্জ জেলায় জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন২০২৩ উদ্ভোধন করা হয়েছে।
আজ রবিবার ১৫ অক্টোবর কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে ১০-১৪ বছর বয়সী এক কিশোরি কে এইচপিভি টিকা দানের মাধ্যমে প্রধান অথিতি হিসাবে টিকাদান কর্মসুচির উদ্বোধন করেন প্রধান অথিতি কিশোরগঞ্জ জেলা প্রশাসক আবুল কালাম আজাদ। উক্ত ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ সাইফুল ইসলাম বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ রাসেল শেখ পিপিএম(বার), কিশোরগঞ্জ পৌর মেয়র মোঃ পারভেজ মিয়া ও জেলা শিক্ষা অফিসার শামসুন নাহার মাকছুদা।এছাড়া জেলা ও উপজেলার বিভিন্ন কার্য্যালয়ের কর্মকর্তা বৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী পেশার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জ জেলার প্রতিটি পৌরসভা ও উপজেলায় প্রথম ১০ দিন নির্ধারিত শিক্ষা প্রতিষ্ঠানে ও স্থায়ী কেন্দ্রে এবং পরবর্তী ১৮ দিন নির্ধারিত স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন চলবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আজিজুল হক ফাহিম, বার্তা সম্পাদক : মোঃ সাইদুর রহমান
সম্পাদকীয় কার্যালয় : কাটাবাড়িয়া মোড়, কিশোরগঞ্জ। মোবাইল নাম্বার : 01716-132929,
Email: anusandhanibarta@gmail.com
অনুসন্ধানী বার্তা: কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত