নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জে শিশু অপহরণ ও ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামী আবু বাক্কার (৬০) কে আটক করেছে র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর উপজেলার দিঘীর পাড় থেকে তাকে আটক করে। আটককৃত আসামী কিশোরগঞ্জ সদর উপজেলার পাটধা উত্তর কুড়ের পাড় এলাকার মৃত আব্দুল আজিতের পুত্র। সাড়া এড়াতে সে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলো।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, বিগত ২০২১ খ্রিস্টাব্দের ২০ মার্চ বেলা ১২.২০
টার সময় কিশোরগঞ্জ সদর উপজেলাধীন উত্তর কুরের পাড় পাটধা এলাকার ৪ বছরের এক শিশু মেয়েকে একই এলাকার আবু বাক্কার অপহরণ করে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় শিশুর পরিবারের পক্ষ থেকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় দায়ের করে। যার মামলানং-৩৫(৩)২০২১, ধারা-নারী ও শিশুনির্যাতন দমনআইন-২০০০ সাল(সংশোধনী-২০০৩) এর ৭/৯(১)। পরবর্তীতে মামলাটি বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-১,
কিশোরগঞ্জ বিচার শেষে উক্ত মামলার আসামী আবু বাক্কারকে ২৪ বছরের সশ্রম কারাদন্ড
প্রদান করে। সাজা থেকে বাঁচতে এবং গ্রেফতার এড়ানোর জন্য আসামী বাক্কার এলাকা
ছেড়ে আত্নগোপনে চলে যায়। র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প নিরবিচ্ছিন্ন
গোয়েন্দা নজরদারী শুরু করে এবং সর্বশেষ সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর থানাধীন
দিঘীরপাড় এলাকায় তার অবস্থান নিশ্চিত করে। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে র্যাব-৯ এর সহায়তায় তাকে আটক করতে সক্ষম হয়।র্যাব জানায়, আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আজিজুল হক ফাহিম, বার্তা সম্পাদক : মোঃ সাইদুর রহমান
সম্পাদকীয় কার্যালয় : কাটাবাড়িয়া মোড়, কিশোরগঞ্জ। মোবাইল নাম্বার : 01716-132929,
Email: anusandhanibarta@gmail.com
অনুসন্ধানী বার্তা: কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত