স্টাফ রিপোর্টারঃ
শেখ হাসিনার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার সহ এক দফা দাবিতে ভৈরব থেকে সিলেট অভিমুখে বি,এন,পির রোডমার্চ শুরু হয়েছে।আজ ২১ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সকাল ১১ টা ২০ মিনিটে কেন্দ্রীয় বি,এন,পি সহসাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বি,এন,পির সভাপতি শরিফুল আলমের সভাপতিত্বে ভৈরবে সংক্ষিপ্ত উদ্বোবধনী সমাবেশের মাধ্যমে সিলেট অভিমুখে বি,এন,পির তারুন্যের রোডমার্চ শুরু হয়েছে। উক্ত অনুষ্টানে বক্তব্য রাখেন বি,এন,পি স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় ও আমির খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় ভাইসচেয়ারম্যান ডাঃ এ,জেড,এম জাহিদ হোসেন,চেয়ারপারসনের উপদেষ্টা এডঃ ফজলুর রহমান,যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন,হাবিবুন্নবি খান সোহেল,সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স,ওয়ারেস আলি মামুন,ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান,যুবদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু প্রমুখ।সঞ্চালনায় ছিলেন জেলা বি, এন,পির সাঃসম্পাদক মাজহারুল ইসলাম ও যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল।সমাবেশ শুরুর আগেই সকাল থেকে হাজার হাজার নেতাকর্মি বাস,ট্রাক,মটর সাইকেল, ট্রাক্টর নিয়ে ভৈরবের বাস স্ট্যান্ড এলাকায় দলিয় ও জাতীয় পতাকা নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হয়। ব্রাম্মনবাড়িয়ার বিশ্বরোড মোড়,হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও মৌলভী বাজারের শেরপুরে পথসভার কথা রয়েছে।বিকালে সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানে সমাপনী সমাবেশের মাধ্যমে সমাপ্তি ঘোষনা করা হবে। উক্ত সমাবেশে বক্তব্য রাখবেন স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর রায় ও আমির খসরু মাহমুদ সহ সিলেটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।