নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের অংশীদারিত্বে, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বৃটিশ কাউন্সিল প্লাটফর্মস ফর ডায়লগ প্রকল্প ( পিফরডি) কর্তৃক বাস্তবায়িত কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম'র (ডিপিএফ) মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৯ সেপ্টেম্বর শনিবার বিকেলে জেলা শহরের পুরান থানাস্থ করিমগঞ্জ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত স্বপ্রণোধিত সভায় সভাপতিত্ব করেন ডিপিএফ সভাপতি প্রফেসর রবিন্দ্রনাথ চৌধুরী । সাধারণ সম্পাদক মীর আশরাফ উদ্দিনের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন সহ-সভাপতি হাসিনা হায়দার চামেলী, জাহাঙ্গীর কবির, এম এ আকবর খন্দকার, এজ্জাজ হোসেন কাজল, লিমা আক্তার, শাহিন মিয়া সহ ১২ জন ডিপিএফ, ডিপিএফ মেন্বার। এ সময় সংগঠনের সভাপতি প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরী সাংগঠনিক গতিপথকে আরও বেগবানের লক্ষ্য বেশ কিছু গুরুত্বপূর্ন সিদ্ধান্ত বাস্তবায়নে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। প্রস্তাবিত সিদ্ধান্ত মাঝে সংগঠন রেজিস্টেশানের জন্য ১১ সদস্যর কার্যকরী কমিটি গঠন, অস্হায়ী কার্যালয় নির্ধারণ, ব্যাংক একাউন্ট ও তথ্য অধিকার দিবস-২০২৩ উদযাপন। এছারাও এসব সিদ্ধান্ত বাস্তবায়নে সকলের সহযোীতা ও নিরলস কাজ করার প্রতিশ্রুতিবদ্ব হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আজিজুল হক ফাহিম, বার্তা সম্পাদক : মোঃ সাইদুর রহমান
সম্পাদকীয় কার্যালয় : কাটাবাড়িয়া মোড়, কিশোরগঞ্জ। মোবাইল নাম্বার : 01716-132929,
Email: anusandhanibarta@gmail.com
অনুসন্ধানী বার্তা: কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত