স্টাফ রিপোটারঃ
কিশোরগঞ্জে কাটাবাড়িয়া আব্দুর রহিম খান উচ্চ বিদ্যালয়ে ২৯ আগস্ট মঙ্গলবার সকাল ১০ঃ০০ ঘটিকায় প্রধানমন্ত্রীর ত্রান তহবিল কর্তৃক পরিচালিত পারফরম্যান্স বেজড্ গ্র্যান্ডস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন( PBGS) শীর্ষক স্কীমের আওতায় শিক্ষক, সুবিধা বঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে ৫০০০ টাকা করে ১৮ জন শিক্ষার্থীকে প্রণোদনার টাকা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জনাব শরীফ আহমেদ খান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু নয়ন কুমার দত্ত রায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব রোকন উদ্দিন আহম্মদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব এন,এম,বদরুজ্জামান এছাড়া আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য জনাব আহসান হাবিব,শামছুল আলম জুয়েল,আজিজুল হক সোহাগ,শফিকুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী সহ এলাকার গন্যমান ব্যাক্তিবর্গ।