আসছে আগামী ১ সেপ্টেম্বর “কালের নতুন সংবাদ” এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী। ২০১৫ সালের এই শোভদিনে কিশোরগঞ্জ জেলায় সংবাদপত্র জগতে “দেশ ও জাতির কল্যাণে” নতুন এই স্লোগান নিয়ে “কালের নতুন সংবাদ” তার অভিযাত্রা তথা পথাচলা শুরু করেছিল।
৮ ম বর্ষে পদার্পণে “কালের নতুন সংবাদ” পরিবারের সবাই কে শুভেচ্ছা ও অভিনন্দন।
মোঃ আজিজুল হক ফাহিম, প্রকাশক ও সম্পাদক “ অনুসন্ধানী বার্তা.কম”