স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জ সদর মহিনন্দনের বাদে শোলাকিয়া এলাকায় মায়ের জমিতে সন্তানকে যেতে মানা। সেই সাথে প্রাণ - নাশের হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। কিশোরগঞ্জ পুলিশ সুপার ও জেলা প্রশাসক কার্যলয়ের দাখিলকৃত অভিযোগ ও মৌখিক বক্তব্যে ভূক্তভোগি ফরিদা বলেন, কিশোরগঞ্জ সদর মহিনন্দ (বাদে শোলাকিয়া) কিশোরগঞ্জ মৌজার সিএস দাগ নং ১৭১১৪, আর ও আর ১৭৮৭৪, ১৭৮৭৫ ও বিআরএস ২৬৫৭৪, ২৬৫৭৫, ২৬৫৭৬। আমার মায়ের সম্পত্তিতে জোরপূর্বক ভোগ দখল করে আসছে মালি হোসেনের পুত্র গোলাম মস্তোফা, গোলাপ মস্তোফা, পারভেজ ও করিমের পুত্র জলিল, আনোয়ার এবং তোতার পুত্র আমরুল গংরা। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় গ্রাম্য শালিশ ডেকেও কোন প্রতিকার পায়নি বরং শালিশেই প্রকাশ্যে আমার পরিবারের সদস্যদের মেরে লাশ গোম করার হুমকি প্রদান করছে। গত ০২/০৮/২০২৩ তারিখে জলির ও আনোয়ার আমার মায়ের সম্পত্তি অন্যত্র বিক্রি করছে বলে আমি খবর পাই। খবর পেয়ে আমি জমিতে গেলে তারা আমার উপর হামলা করতে আসে। আমি দৌড়ে পালিয়ে আসলে লোকজনের কাছে জানায় উক্ত জমি আমরা বিক্রি করবো । কেউ বাধা দিলে তাদের প্রাণে মেরে ফেলবো। বিষয়টি নিয়ে এলাকার কয়েক জনের সাথে কথা হলে তারা বলেন, ফরিদার পরিবারের লোকজন মালি হোসেন গংদের নিকট সম্পত্তি পাবে এটা সত্য। এই জমি নিয়ে কিশোরগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতে একটি মামলা ছিল। যাহার নং ২৫৫/২০১৫ বাটোয়ারা, এ মামলা মালি হোসেনের পরিবারের বিপক্ষে রায় আসে। এই মামলার আর্জিতে মোট ৬ একর ৬ শতাংশ ভুমির মাঝে ৬৭ শতাংশ ভুমির রায় ফরিদার পরিবারের পক্ষে। পরবর্তীতে এ মামলার বিপক্ষে ১৮/১৬ সন ছানী করেন গোলাম মস্তোফা। গ্রাম্য শালিশে ফরিদাকে সম্পত্তি দিতে রাজি হলেও তার জমি তাকে না দিয়ে অন্যত্র বিক্রির পায়তারা করছে। এই বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন ভোক্তভোগি পরিবার।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আজিজুল হক ফাহিম, বার্তা সম্পাদক : মোঃ সাইদুর রহমান
সম্পাদকীয় কার্যালয় : কাটাবাড়িয়া মোড়, কিশোরগঞ্জ। মোবাইল নাম্বার : 01716-132929,
Email: anusandhanibarta@gmail.com
অনুসন্ধানী বার্তা: কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত