অনুসন্ধানী বার্তা ডেস্কঃ
কিশোরগঞ্জে ডিবির অভিযানে গত২৪-০৮-২০২৩ খ্রি. সন্ধ্যা ১৯.৪৫ ঘটিকায় ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। কিশোরগঞ্জের ভৈরব থানার ভৈরবপুর এলাকায় মো. সামু মিয়া (২৭) কে ইয়াবা বিক্রয় করার সময় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) গ্রেফতার করে। ধৃত মো. সামু মিয়া (২৭) কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পঞ্চবটি এলাকার মৃত মজলু মিয়ার ছেলে।
২৪-০৮-২০২৩ খ্রিস্টাব্দে জেলা গোয়েন্দা শাখা কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্ত্র) মো. মোবারক হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় উক্ত বিবাদীকে গ্রেফতার করে বিবাদীর নিজ হেফাজত হতে নিজ হাতে বের করে দেওয়া ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক সন্ধ্যা ১৯.৪৫ ঘটিকায় জব্দ করেন। গ্রেফতারকৃত বিবাদীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য ক্রয় করে এনে কিশোরগঞ্জ জেলা ও আশেপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে আসছেন।
এ ঘটনায় কিশোরগঞ্জ ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আজিজুল হক ফাহিম, বার্তা সম্পাদক : মোঃ সাইদুর রহমান
সম্পাদকীয় কার্যালয় : কাটাবাড়িয়া মোড়, কিশোরগঞ্জ। মোবাইল নাম্বার : 01716-132929,
Email: anusandhanibarta@gmail.com
অনুসন্ধানী বার্তা: কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত