প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৫, ৯:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৫, ২০২৩, ৩:০৪ পি.এম
কিশোরগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন এমপি লিপি
( কিশোরগঞ্জ সদর - হোসেনপুর ) আসনের সংসদ সদস্য ডাক্তার সৈয়দা জাকিয়া নুর লিপি মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় ৷ এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান , জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ আফজাল সহ জেলা ও সদর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন ও ভাতৃ-প্রতিম সংগঠনের বিভিন্ন নেতা কর্মী উপস্থিত ছিলেন ৷ পরে একে একে জেলা প্রশাসন সহ সরকারি - বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় ৷ পরে সংসদ সদস্য ডাক্তার সৈয়দা জাকিয়া নূর লিপি তার নির্বাচনী এলাকা হোসেনপুরেও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে তার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ৷ এ সময় উপজেলা আওয়ামী লীগ , ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আজিজুল হক ফাহিম, বার্তা সম্পাদক : মোঃ সাইদুর রহমান
সম্পাদকীয় কার্যালয় : কাটাবাড়িয়া মোড়, কিশোরগঞ্জ। মোবাইল নাম্বার : 01716-132929,
Email: anusandhanibarta@gmail.com
অনুসন্ধানী বার্তা: কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত