নিজস্ব প্রতিবেদকঃ
কিশোরগঞ্জ মডেল থানার পুলিশ ও গাজীপুর শ্রীপুর মডেল থানার পুলিশ যৌথ অভিযানে নিগার সুলতানা এশাকে দীর্ঘ ৩৩ দিন পর উদ্ধার করা সম্ভব হয়েছে, এশা নিখোঁজ হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও বিভিন্ন পত্রপত্রিকায় নিখোঁজ সংবাদ প্রকাশিদ হয় এবং যোগাযোগ করার জন্য তার বাবার ফোন নাম্বার দেওয়া ছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নাম্বার যোগাড় করে নিগার সুলতানা এশার বাবাকে গত ৬ আগস্ট ২০২৩ তারিখ একটি নাম্বার থেকে কল করে ২ লক্ষ টাকা মুক্তিপন দাবি করা হলে, এশার বাবা মোঃ কামাল উদ্দিন ভুঞা এই নাম্বার নিয়ে কিশোরগঞ্জ মডেল থানা যোগাযোগ করলে মডেল থানা থেকে গাজীপুর জেলা শ্রীপুর থানায় যোগাযোগ করে যৌথ অভিযানে মেয়েটিকে উদ্ধার করা হয় এসময় অপহরণকারী একজনকে আটক করা হয়েছে। অপহরণকারী মূল হুদা হাসান (২২), পিতাঃ হাবিজ উদ্দিন, গ্রামঃ কাইচাবাড়ী, পোঃ গোসিংগা থানাঃ শ্রীপুর, জেলাঃ গাজীপুর। উক্ত অপহরণ কারী হাসানকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হলে কিশোরগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।